Friday, February 27, 2015

Moner Kotha-1

২০০০ সাল থেকে ইন্টারনেট ব্যাবহার করি, কই আমার চোখে তো নাস্তিক বা ইসলামকে নিয়ে কটূক্তি করা ব্লগ সাইট গুলো পড়ে না। টুকটাক কিছু লেখা চোখে পড়লেও তা এড়িয়ে যাই। কারন সেটা আমার ধর্ম বিশ্বাস আমার ঈমান এ আঘাত করতে পারে তাই...... কিন্তু মজার ব্যাপার হল এই জামায়াতি, হেপাজতি ধর্ম ব্যবসায়ী গুলার সব মুখস্ত কোন কোন ব্লগ এ ধর্মকে কটূক্তি করা হয়। এই ব্লগ গুলার ভিজিটর এনালাইসিস করলে হয়ত দেখা যাবে ৯০% ই এই ধর্ম ব্যবসায়ীর দলের লোক। এই ব্লগ গুলোকে হিট করার জন্য এরা ই দায়ী। একটা উদাহরন দেই, তসলিমা নাসরিন এমন কোণ মাপের লেখিকা নয় যে আম-জনতা তার বই কেনার জন্য নিজের পকেটের পয়সা খরচ করবে...... কিন্তু যখনই তার বই ব্যান করা হোল প্রকাশক কে সেটা আবার ছাপতে হল ............ আম-জনতা তার বই লুকিয়ে কেনা শুরু করল......... এবং তসলিমা নাসরিন হিট...... আরে হুজুর বইটা আপনি নিজে কিনে আগে না পড়লে কিভাবে জানলেন যে এটা খারাপ বই? এটা নিষিদ্ধ করা উচিৎ? আমার প্রশ্ন আপনার মত খোদা ভিরু লোকের নজর কেন আগে খারাপ জিনিসের দিকে যাবে? আপনি কি তাহলে এই সব ব্লগার আর লেখক লেখিকার কাছ থেকে টাকা খেয়েছেন তাদের এই সব লেখা হিট করানোর জন্য? তাদেরকে ধনি করার টেন্ডার নিয়েছেন আপনি??? আপনি চিল্লাচিল্লি না করলে তো আমরা এগুলার ধারে কাছে ও যেতাম না...... এগুলোর নষ্ট দিকটাতে কি আপনি ই আমাদের নিয়ে যান নি? অনলাইন এ তো হাজার হাজার পর্ণ আর পর্ণ গল্পের সাইট আছে...... ফেসবুক এ হাজার হাজার পর্ণ পেইজ আছে......... আপনাকে তো কখনও এগুলার বিরুদ্ধে বলতে বা গর্জে উঠতে দেখিনা......... বরং এই সব পর্ণ পেইজ গুলোতে আপনার অনুসারীদের লাইক ই বেশি সাধারন মানুষের থেকে। আপনার অনুসারীদের ফেসবুক প্রোফাইল এ ঢুকে একটু চেক করে দেখুন। নাকি আপনাদের জন্য সব কিছু ই জায়েজ? যেমন আপনাদের কাছে মিথ্যা বলা, মানুষের গীবত করা, মানুষের দোষ ত্রুটি প্রকাশ করা এমন কি মানুশ খুন করা ও জায়েজ?

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment